# শেখার কোন শেষ নেই। 7ম থেকে 10ম শ্রেণীর জন্য নতুন শিক্ষাবর্ষের জন্য অনলাইন লাইভ ক্লাস শুরু হয়েছে। এখন নিবন্ধন করুন

Read more

আমাদের বৈশিষ্ট্য

GENEO eশেখার শিক্ষা এখন আরও বেশি সহজ ও মজাদার। অডিও-ভিশ্যুয়াল পদ্ধতিতে শিক্ষাদানের উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে অ্যানিমেশন ও ভিডিও। এর ফলে, শিক্ষার্থী হিসাবে তুমি যে কোনও বিষয় বুঝতে, শিখতে ও পরীক্ষার খাতায় তার প্রয়োগ ঘটিয়ে সাফল্যের চুড়োয় পৌঁছতে পারবে। আর এ বিষয়ে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবেন আমাদের মেন্টররা। ওয়ান-টু-ওয়ান অর্থাৎ সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে একজন শিক্ষক---শিক্ষার্থীর যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন, সন্দেহ দূর করবেন—যা কোনওভাবেই স্কুলে ক্লাস চলাকালীন একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়।

ভিডিওর মাধ্যমে শিক্ষালাভ

Learning Videos

৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য এখানে ভিডিও-অ্যানিমেশন সংগৃহিত আছে জ্ঞানার্জন,পুনর্মূল্যায়ন প্রভৃতি পদ্ধতিতে। ক্লাসগুলির দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। উল্লেখ্য, যাবতীয় ভিডিও WBBSE-র পাঠ্য বইয়ের অধ্যায় অনুযায়ী তৈরি। এর ফলে শিক্ষার্থী অধ্যায়ের মূল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে। গবেষণাধর্মী ভিডিওগুলি শিক্ষার্থীদের মূল বৈজ্ঞানিক ধারণার গভীরে গিয়ে বিষয়টিকে স্পষ্ট করবে। বিশেষ করে, শিক্ষার্থী যখন কোনও ল্যাবরেটরির সাহায্য পাচ্ছে না, তখন অ্যানিমেশন-ভিত্তিক ডেমো ভিডিওগুলি তার জ্ঞানের গভীরতাকে নিশ্চিতভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

  • ধারণা ভিত্তিক ভিডিও—গণিত, বিজ্ঞান। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।
  • ব্যাকরণ-ভিত্তিক ভিডিও—ইংরেজি। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।
  • শিক্ষকের উপস্থিতিতে ভিডিও—গণিত এবং বিজ্ঞান। ৯ম এবং ১০ম শ্রেণির জন্য।

লাইভ ক্লাস

Live Classes

শিক্ষার্থীরা, ভিডিওর পাশাপাশি নিজেকে আরও স্মার্ট করে তুলতে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত লাইভ অনলাইন ক্লাসে যোগ দিতে পারো। হ্যাঁ, প্রতিদিন পাবে এই সুযোগ। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং ইংরেজি বিষয়ে ক্লাস করতে পারবে ম ৮থেকে ১০-ম শ্রেণির ছাত্রছাত্রীরা। নির্ধারিত সময় অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী পৃথিবীর যে কোনও প্রান্তে বসে তুমি লাইভ ক্লাসে অংশ নিতে পারবে। শিক্ষার্থীদের ধারণা স্পষ্ট করতে ও সমস্যা সমাধানের জন্য এই অনলাইন ক্লাসের জুড়ি নেই।

  • স্কুলের পাঠক্রম অনুযায়ী বিষয়ভিত্তিক ক্লাস
  • অভিজ্ঞ GENEO eশেখা-মেন্টর দ্বারা পরিচালিত অনলাইন ক্লাস
  • সময়মতো পূর্বনির্ধারিত সময়সূচী স্মরণ করিয়ে দেওয়া
  • লাইভ অনলাইন ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে

প্রশ্নপত্র

Question Papers

জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা হলো MADHYAMIK পরীক্ষা। West Bengal Board of Secondary Education (WBBSE) হল অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ড, যারা MADHYAMIK পরীক্ষাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করে। যেহেতু পাঠ্যপুস্তকগুলি WBBSE র পাঠ্যক্রম অনুসারে তৈরি ফলত: বিষয়গুলি সম্পূর্ণ ভাবে প্রস্তুত করতে, সঠিক উত্তর লিখতে ও সেইসঙ্গে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে বিশেষ সাহায্য করে।

  • WBBSE ১০-ম শ্রেণির প্রশ্নপত্র
  • বিজ্ঞান, গণিত এবং ইংরেজি (সমাধানহীন ও সমাধান)

ডিজিটাইজড পাঠ্যপুস্তক

Digitised Textbooks

WBBSE নির্ধারিত পাঠ্যপুস্তকগুলির সর্বশেষ সংস্করণগুলি এখানে পাওয়া যাবে ডিজিটাল ফর্ম্যাটে। শিক্ষার্থীকে, পাঠক্রমের সমস্ত খুঁটিনাটি বিষয় বিশদে বোঝাতে বিশেষভাবে সাহায্য করবে GENEO eশেখা-র যাবতীয় ইন্টারেক্টিভ টুলস। শিক্ষকরা স্কুলে এবং পড়ুয়ারা ঘরে পাঠক্রমের অধ্যায়ভিত্তিক পাঠ-পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান ও শিক্ষালাভের ক্ষেত্রে সু-সমন্বয় গড়ে তুলতে পারবেন।

  • ডিজিটাল টেক্সট বুক
  • বুকমার্ক
  • হাইলাইট
  • আন্ডারলাইন
  • নোটস নাও
  • বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে পাওয়া যাবে। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।

শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে মেন্টরের সাহায্য-দান

Personalised Mentor Support

শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ পেতে চাইলে GENEO eশেখার-শিক্ষকদের সাহায্য পাবে। পড়ুয়ারা প্রশ্নগুলি অধ্যায় অনুযায়ী জিজ্ঞাসা করতে পারে, এর ফলে মেন্টর ও শিক্ষার্থী, উভয়ের পক্ষে উত্তর দেওয়া ও প্রশ্নের ট্র্যাক রাখা সহজ হবে। শিক্ষার্থী বিষয়টি ঠিকমতো বুঝতে পেরেছে কিনা সে বিষয়ে জানতে, GENEO eশেখা-মেন্টর ক্যুইজের প্রশ্ন দিয়ে থাকেন। মেন্টররা শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তুলতে বিশেষভাবে সাহায্য করেন, সেইসঙ্গে তাদের পারদর্শিতা অর্জনের দিকেও খেয়াল রাখেন। সবমিলিয়ে, শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছতে সবরকম সাহায্য করেন।

  • মাত্র একটি ক্লিকেই অভিজ্ঞ শিক্ষকদের সাহায্যলাভের সুযোগ
  • মেন্টর পরিচালিত ক্যুইজে অংশগ্রহণ
  • বিজ্ঞান, গণিত এবং ইংরেজি বিষয় উপলব্ধ। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।

পড়বে তোমার জন্য!

Reading Assistant

ইংরেজিতে বলে, ‘রিডিং অ্যাসিস্ট্যান্ট’। এককথায়, যে তোমার হয়ে পড়বে, মানে পড়ে দেবে। আশ্চর্য হলেও সত্যি, এই সাহায্য শিক্ষার্থীরা পাবে GENEO eশেখা-তে। WBBSE -র ইংরেজি সিলেবাস অনুযায়ী কাজ করবে ‘রিড টু মি’। বিজ্ঞানের এই প্রযুক্তি শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ অথচ সহজ পদ্ধতিতে ইংরেজি শিখতে সাহায্য করবে, স্ক্রিন থেকে উচ্চস্বরে পড়ুয়ার কানে ভেসে আসবে পাঠ্য বিষয়।

  • স্ক্রিনে পাঠ্য বিষয় উচ্চস্বরে শোনা যাবে
  • পাঠের গতি কমানো-বাড়ানো যাবে
  • সহজে অনুবাদ, পিকচার ডিকশনারির সুবিধা সহ সঠিক উচ্চারণ
  • ইংরেজি বিষয়ে উপলব্ধ। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।

অনুশীলন

Practice

পাঠ্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর ক্যুইজ থাকবে, যেগুলিতে শিক্ষার্থী যতবার খুশি অংশ নিতে পারবে। উল্লেখ্য, অধ্যায়গুলি পাঠের আগে, পাঠদানের সময় এবং পরে---শিক্ষার্থীদের ক্যুইজে অংশগ্রহণের বিষয়ে উৎসাহিত করা হয়। এর ফলে শিক্ষার্থী যেমন নিজের মূল্যায়ন করতে পারবে, তেমনি তাদের বোঝার ক্ষেত্রে কোনও ফাঁক রয়ে গিয়েছে কিনা, তা-ও বুঝতে পারবে।

  • যতবার খুশি ক্যুইজে অংশগ্রহণের সুযোগ
  • খুব সহজে নিজের মূল্যায়ন
  • বিজ্ঞান, গণিত,ইতিহাস, ভূগোল ও ইংরেজি বিষয়ে উপলব্ধ। ৭ম,৮ম,৯ম এবং ১০ম-শ্রেণীর জন্য।